- রাজধানী
- ঢাকার ইতিহাস পুনর্গঠনে ভূমিকা রেখেছেন ফতেহপুরী
জাতীয় জাদুঘরে স্মরণসভায় বক্তারা
ঢাকার ইতিহাস পুনর্গঠনে ভূমিকা রেখেছেন ফতেহপুরী

শিলালিপি গবেষক মওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরী জ্ঞানের চর্চা যেমন করেছেন, জ্ঞানকে সম্প্রসারণ করা, নতুন প্রজন্মের মাঝে জ্ঞান বিতরণ করার কাজেও তিনি একইভাবে আত্মনিয়োগ করেছিলেন। প্রাচীন শিলালিপির পাঠোদ্ধারের মাধ্যমে ইতিহাস বিশেষত ঢাকার ইতিহাস পুনর্গঠনে মওলানা ফতেহপুরী রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মওলানা ফতেহপুরী ছিলেন প্রকৃতই জ্ঞানতাপস।
শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘মওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরী স্মরণসভা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কামাল উদ্দিন, ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাইদ এম আহমেদ, বিশিষ্ট গবেষক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক মোশাররফ হোসেন, মওলানা ফতেহপুরীর ছোট ছেলে কাউসার বিন নুরউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সানোয়ারা জাহান নিতু।
বক্তারা বলেন, ষাটের দশকে মওলানা ফতেহপুরী পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোঘল আমলের নিদর্শক বড় কাটরা মাদরাসায় শিক্ষকতায় যোগ দেন এবং বড় ভাট জামে মসজিদের ইমামের দায়িত্ব নেন। বড় কাটরা ও বড় ভাট দুইটি মোগল স্থাপত্যে তার জীবনের সিংহভাগ সময় কেটেছে। আশির দশকে তিনি গ্রামে গঞ্জে ঘুরে প্রাচীন আমলের মসজিদ, মাজার, কাটরা ও ইমামপাড়া ইত্যাদি প্রতিষ্ঠান থেকে শিলালিপি সংগ্রহ এবং পাঠোদ্ধার শুরু করেন। ২০১০ সালে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ণ কমিটির সঙ্গে স্বেচ্ছাশ্রমে ঢাকার প্রাচীন শিলালিপির গ্রন্থনা কাজে যুক্ত হন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রাচীন ফারসি, আববি ও উর্দু ভাষার সুপণ্ডিত মওলানা ফতেহপুরীর মৃত্যু ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ণ কমিটির কাছে তো বটেই পুরো দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি। এমন জ্ঞানসাধকেরা যে বয়সেই মারা যান তা অকালমৃত্যু মনে হয়। তিনি হয়তো সশরীরে নেই, কিন্তু তার জ্ঞানসাধনা ও পরামর্শ সবসময় আমাদের সাথে থাকবে।
মন্তব্য করুন