- রাজধানী
- জাটকা বিক্রির দায়ে আড়তকে আড়াই লাখ টাকা জরিমানা
জাটকা বিক্রির দায়ে আড়তকে আড়াই লাখ টাকা জরিমানা

ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে দক্ষিণ বাংলা মৎস্য আড়তকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৩৭ মণ জাটকা জব্দ করা হয়।
শুক্রবার সকালে যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করেন র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে দক্ষিণ বাংলা মৎস্য আড়তকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ছয় লাখ টাকার ৩৭ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মাজহারুল ইসলাম আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।
মন্তব্য করুন