বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানিয়ে যুবলীগ নেতারা বলেছেন, রাজপথেই এসব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে। বিএনপির নেতাকর্মীরা সাধারণ জনগণের ওপর হামলা করলে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ সর্বদা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তির দখলে থাকবে। 

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে বিএনপি নেতা ইশরাক হোসেনের ‘ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নেতারা বলেন, বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন যুবলীগ সাধারণ সম্পাদককে নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেজন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মী ধিক্কার জানান। যুবলীগের কোনো নেতাকর্মীর ওপর আঘাত আসলে কঠোর হস্তে দমন করা হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা, কাজী মাজহারুল ইসলাম, জয়দেব নন্দী, শামছুল আলম অনিক, প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল, মহানগর নেতা সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।