ঢাকার কলাবাগান এলাকা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নুর ইসলাম (৩৫) ও আবু বরকত মিশকাত (৩২)। তাদের কাছ থেকে ৪২টি চোরাই মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। 

রোববার মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, ২৭ মার্চ কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৮টি মোবাইল, ৪টি আইফোন ও ল্যাপটপসহসহ নগদ এক লাখ ৫৬ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন। 

ওই মামলার তদন্তে নেমে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকা ও কক্সবাজার থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।