- রাজধানী
- ৬০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১
৬০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে ৭৮৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে র্যাব-২ রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
হেরোইনসহ গ্রেপ্তার আতিকুর রহমান মাসুদ (৩২) নামের ওই মাদক কারবারির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। র্যাব জানিয়েছে, তার কাছ থেকে জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
র্যাব জানায়, রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ হোরোইন অবস্থান করছে বলে শনিবার বিকেলে তথ্য পায় র্যাব-২ এর একটি দল। এরপরই সেখানে অভিযানে গিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রথমে নিজেকে মুদি দোকানি বলে পরিচয় দেন। এরপর তল্লাশি করে তার কাছ থেকে ৭৮৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এর মধ্যে একটি মামলায় ৩ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে ফের একই কারবার শুরু করেন মাসুদ।
মন্তব্য করুন