দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার রাত ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এনামুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। তিনি জানান, রোববার গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে এই ব্যবসায়ীর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ইসলামের খেদমতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া তাঁর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে সময়ের আলো। এর মধ্যে আছে পবিত্র কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা ও দোয়া মাহফিল।