- রাজধানী
- দলীয় কোন্দলে বিএনপির কর্মসূচিতে সংঘর্ষ, আহত ৩
দলীয় কোন্দলে বিএনপির কর্মসূচিতে সংঘর্ষ, আহত ৩

নড়াইলে সংঘর্ষে বিএনপির কর্মসূচি পণ্ড। ছবি: সমকাল
নড়াইলের লোহাগড়ায় দলীয় কোন্দলের জেরে বিএনপির অবস্থান কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যের ঊর্ধ্বগতিসহ ঘোষিত ১০ দফা দাবীতে নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপি অবস্থান কর্মসূচির আয়োজন করে। শনিবার বিকালে লোহাগড়া সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি শুরু হয়। উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মণ্ডল। কর্মসূচির এক পর্যায়ে বিএনপির নেতা মফিজুর রহমানের সঙ্গে কাশিপুর ইউপি বিএনপির সভাপতি মিরাজুল ইসলাম ফকিরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে সিনিয়র নেতা আবু হায়াত সাবুর সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শাহীন বিপ্লবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে আবু হায়াত সাবু, সাইদ হাসান শিপলু ও রবীন আহত হন। খবর পেয়ে পুলিশ লাঠিপেটা করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ সংঘর্ষ হয়।
মন্তব্য করুন