মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে আট বছরের এক শিশু। শুক্রবার বিকেলে সে ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে কল করে এ অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শিশুর মাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, অভিযোগকারী শিশু রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকার ‘নলেজ হেভেন’ নামের একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী শিশুর বরাত দিয়ে ওসি জানান, শিশুটির বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শিশুটিকে মারধর করে। শিশুটির বাবা তাকে বলেছিল, কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল করতে। 

ওসি জানান, ৯৯৯ থেকে কল পাওয়ার পরপরই মিরপুর মডেল থানা পুলিশ ওই শিশুর মাকে আটক করে। অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।