পাবনার ঈশ্বরদীতে ইলিয়াস হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জগনাথপুর পশ্চিমপাড়া গ্রামের বড় বালুর খাদে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ইলিয়াস হোসেন জগনাথপুর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বুকে আঘাতের চি‎হ্ন ছিল, মুখমণ্ডল ছিল থেঁতলানো। স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা- তাকে হত্যা করা হয়েছে।

ইলিয়াস হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শিখা খাতুনও। তিনি জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে চা খেতে বের হন ইলিয়াস। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জগনাথপুর পশ্চিমপাড়া গ্রামের বড় বালুর খাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আর লাশ যেখানে পাওয়া গেছে তার প্রায় আধা কিলোমিটার দূর থেকে ইলিয়াস হোসেনের সাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।