ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৭৪ জন আরোহী ছিল। খবর: রয়টার্স’র।

প্রতিবেশী দেশ সিঙ্গাপুর লাগোয়া তানজুং পিনাংয়ের দিকে যাত্রা শুরুর আধা ঘণ্টা পর ফেরিটি কোনোকিছুর সঙ্গে ধাক্কা লাগে বলে ধারণা করছেন জরুরি উদ্ধার তৎপরতা দলের কর্মকর্তারা।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।