রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ (কলাবাগান) রক্ষা আন্দোলনে বিজয়ের এক বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি। শনিবার দুপুর থেকে পুলিশের পক্ষ থেকে মাঠ ও আশেপাশের সড়ক ঘিরে রাখা হয়েছে। এর আগে শনিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত কয়েকটি সংগঠন যৌথভাবে তেঁতুলতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সংগঠনগুলো হলো- এ এল আরডি, আসক, বাপা, বেলা, ব্লাস্ট, ব্রতী, গ্রীণ ভয়েজ, গণস্বাক্ষরতা অভিযান, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, গ্রীণ সেইভার্স, কলাবাগান ওয়েল ফেয়ার সোসাইটি ও তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের পক্ষ। অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, শিশু - কিশোর ও শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করার কথা ছিল।

বিকেল চারটায় দেখা যায়, তেঁতুলতলা মাঠের আশেপাশের সড়কে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। মাঠের দিকে কেউ প্রবেশ করলে নাম পরিচয় রেখে দেওয়া হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু। এ ছাড়া নানাবিধ কারণে পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।

তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রতনা সমকালকে বলেন, গতকাল কলাবাগান থানার ওসির সঙ্গে আমার কথা হয়েছে। মাঠ রক্ষা আন্দোলনের অনুষ্ঠানটি বড় পরিসরে স্টেজ ও মাইক ব্যবহার না করে করতে বলা হয়েছে। আমরা মাঠ আন্দোলনের সঙ্গে জড়িত বাংলাদেশ পরিবেশ আন্দোলন, মহিলা পরিষদের নেতৃবৃন্দ এখানে জড়ো হবেন। সংক্ষিপ্ত বক্তৃতা শেষে অনুষ্ঠান শেষ হবে।