- রাজধানী
- বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বুটেক্স ভিসির শ্রদ্ধা
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করলেন বুটেক্সের নব-নিযুক্ত ভিসি অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন ভিসি।
পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বুটেক্সের নতুন ভিসি অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। এসময় দেশের সবথেকে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ প্রকৌশলী গড়ে তোলার পাশাপাশি বুটেক্সের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন