- রাজধানী
- গাছ কাটার প্রতিবাদে রাতে ধানমন্ডির রাস্তায় মানববন্ধন
গাছ কাটার প্রতিবাদে রাতে ধানমন্ডির রাস্তায় মানববন্ধন
-samakal-64515ca412a97.jpg)
ছবি: সমকাল
রাজধানীর ধানমন্ডিতে সড়কদ্বীপ উন্নয়নের নামে সাত মসজিদ রোডে নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আবাহনী মাঠের পাশে সড়ক বিভাজনীতে মানববন্ধন হয়। এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে ছুটে আসেন নারী ও শিশুরাও।
মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, অধিকারকর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, গবেষক পাভেল পার্থ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, সংস্কৃতিকর্মী অরূপ রাহী, লেখক মোস্তফা জামান, আর্ট অ্যান্ড মিউজিয়াম কিউরেটর আমিরুল রাজীব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আদনান আজিজ, গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবিরসহ অনেকে।
সুলতানা কামাল বলেন, ‘আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নগর বাঁচানো এবং নগরপিতাকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া। গাছের উপকারিতা কী, সে বিষয়ে মেয়রকে নতুন করে কিছু বলার নেই। আজ প্রতিটি সূচকে ঢাকার মান নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের শিশু-বয়স্কসহ সবাই অসুস্থ হয়ে পড়ছে। আজ ঢাকা তাপীয় নগরে পরিণত হয়েছে। আমাদের জলাশয় বন্ধ করে, গাছ কেটে পরিবেশ নষ্ট করা হচ্ছে। গাছ কেটে নগরীর বাসযোগ্য ভারসাম্য নষ্ট করা হচ্ছে।’ তিনি মেয়রকে গাছ কাটা বন্ধের পাশাপাশি বিশিষ্টজন এবং বিশেষজ্ঞদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।
খুশি কবীর বলেন, ‘রাতের অন্ধকারে সৌন্দর্যবর্ধনের নামে গাছ কাটা মেনে নেওয়া যায় না। আমাদের শহরে এখন মাস্ক ছাড়া চলাচল করা যায় না। এসবের কারণ হলো দূষণ ও গাছ না থাকা। এ অবস্থায় আরও গাছ কাটার মধ্য দিয়ে ঢাকাকে মেরে ফেলা হচ্ছে।’ তিনি গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে সিটি করপোরেশন গাছের মর্ম বোঝে না, গাছের মূল্য বোঝে না, সেই সিটি করপোরেশন আমাদের না। এত বড় বড় গাছ তো আমরা লাগাইনি, ঢাকা সিটি করপোরেশনই লাগিয়েছে। আজকে কেন বলছে পরিকল্পনায় ভুল ছিল! তাহলে পরিকল্পনায় যে ভুল করেছিল তাকে ঢাকা সিটি করপোরেশন শাস্তি দিক। আপনাদের গাছের বাণিজ্য করার জন্য কেউ সিটি করপোরেশনে নিয়োগ দেয়নি। আপনারা জনগণের করের টাকায় চলেন। জনগণ গাছ চায়, তাপ থেকে মুক্তি চায়। জনগণ এই শহরে পাখির ডাক শুনতে চায়। এই শহরে কি কেবল হর্ন শোনাবেন আপনারা আমাদের?’ আর একটি গাছও না কাটা এবং যে গাছগুলো কাটা হয়েছে সেই জায়গায় অনতিবিলম্বে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনের প্রতি উষ্মা প্রকাশ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গাছ রেখেই সড়ক দ্বীপ প্রশস্ত করা যায়। গাছ কাটলে আপনারা গাছের হন্তারক বা গাছ হত্যা করেছেন সে হিসেবে জাতির সামনে চিহ্নিত হবেন। বসবাসের সবচেয়ে অযোগ্য নগরী বলা হয় ঢাকাকে। সেটাকে আরও অযোগ্য করে দেওয়ার প্রতিযোগিতায় আপনারা নেমেছেন।’
মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে বুধবার থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা।
মন্তব্য করুন