নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমী ওরফে পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার ভোরে রাজধানীর মিরপুর-১২ নম্বরের কে ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এটিইউ বলছে, তাঁর বিরুদ্ধে অন্তত তিনটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের ও মা-বাবার নাম বদলে নতুন জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন। 

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, উম্মে কুলসুম ২০০৭ সালে জেএমবির সক্রিয় সদস্য আবু বক্কর সিদ্দিককে বিয়ে করেন। এর পর থেকে তিনি সক্রিয়ভাবে জেএমবির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। ২০১০ সালে কদমতলী থানায় তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় প্রথম দিকে কিছুদিন ঢাকার মগবাজারে এক বান্ধবীর বাসায় থাকেন। পরে তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস শুরু করেন। এ সময় তিনি ছদ্মপরিচয়ে ইকরা মহিলা মাদরাসা, হুজুত আলী মাদরাসা এবং দারুল উলুম মহিলা মাদরাসায় চাকরি করেন।

তিনি আরও জানান, নিজের পরিচয় আড়াল করার অংশ হিসেবে তিনি গাজীপুরের মির্জাপুর সিটপাড়ায় গিয়ে ভোটার হন। জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আসিয়া হিসেবে উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে তিনি এই নামেই সবার সঙ্গে পরিচিত হতেন। সর্বশেষ তিনি মিরপুর-১২ নম্বরের একটি বাসায় ছিলেন। সেখান থেকে ভোর ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এটিইউ।