নিখোঁজের এক দিন পর ঢাকার তেজগাঁও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইকরাম মোল্লার (২২) লাশ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গতকাল শনিবার খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকার একটি ডোবা থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার পর ডোবায় লাশ ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা। লাশের গলা, চোখ ও কপালে গুরুতর জখম রয়েছে।

পুলিশ জানিয়েছে, ইকরাম পরিবারের সঙ্গে খিলক্ষেত থানা এলাকায় থাকতেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তিনি নিখোঁজ হন। সন্ধান না পেয়ে তাঁর বাবা খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে তাঁর লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হত্যাকাণ্ড তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা-পয়সা লেনদেন নিয়ে ইকরামের সঙ্গে তাঁর বন্ধুদের দ্বন্দ্ব ছিল। এর জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।