- রাজধানী
- শাবিতে নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার
শাবিতে নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার

অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সদ্য সাবেক দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি নেন। শূন্য পদে নতুন করে অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
মন্তব্য করুন