রাজধানীর কমলাপুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। 
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিচয় না পাওয়ায় লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জল মিয়া বলেন, কমলাপুর মোড়ে ট্রাফিক বক্সের সামনে একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। এতে তার পেটে ও কোমরে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাস নিয়ে চালক পালিয়েছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।