রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মো. মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলপথ থানার এএসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালী এলাকাতেই থাকতেন মামুন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।