- রাজধানী
- ঈশ্বরদীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
ঈশ্বরদীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাঁড়াগোপালপুর পূর্বপাড়ার মো. বাচ্চু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১০), একই গ্রামের বাইউলের মেয়ে হৃদয় (৯) ও মাজদিয়া গ্রামের আকিজ্জল হোসেনের মেয়ে আন্নিকা খাতুন (১১)।
শনিবার দুপুরে তারা বাড়ির কাছের একটি পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা ফাইরুজ জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা তহুরুল ইসলাম মানিক জানান, জাহিদ ও আন্নিকা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন। আন্নিকা শনিবার মাজদিয়া থেকে সাঁড়াগোপালপুরে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। এক সঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন