- রাজধানী
- মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি
মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি

মৃণাল সেন
উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ছয় দিনব্যাপী ‘মৃণাল সেন রেট্রোস্পেকটিভ’-এর আয়োজন করেছে।
রোববার সন্ধ্যা ৬টায় শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে রেট্রোস্পেকটিভ উদ্বোধন করা হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা করবেন চলচ্চিত্রকার ও শিক্ষক মানজারে হাসীন মুরাদ। উদ্বোধন শেষে মৃণাল সেন নির্মিত ‘ভুবন সোম’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানের শেষ দিন ১৯ মে মৃণাল সেন স্মরণে ‘আধুনিকতার বিউপনিবেশায়ন ও মৃণাল সেনের সিনোম’ শীর্ষক একটি সেমিনার হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক মাহমুদুল হোসেন দুলাল। আলোচনা করবেন চলচিত্র ও শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, আলোকচিত্রী নাসির আলী মামুন এবং লেখক ও গবেষক অধ্যাপক জাকির হোসেন রাজু।
নিয়ম ভেঙে চলচ্চিত্র বানানোতেই সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন মৃণাল সেন। তিনি বাংলা চলচ্চিত্রের আধুনিক রূপরেখা দিয়েছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ কিংবদন্তি চলচ্চিত্রকার মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন