আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। 

ড. জয়া বলেন, দিরাই-শাল্লার মানুষ ৫০ বছরে সুরঞ্জিত সেন গুপ্তকে তৈরি করেছেন, আমাকেও দু’বার নির্বাচিত করেছেন। দিরাই-শাল্লাবাসীর কাছে সেন পরিবার দায়বদ্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই। 

তিনি বলেন, আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের গুপ্তচররা সেন পরিবারকে রাজনীতি থেকে হটাতে অপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে কতিপয় বিপথগামী লোক আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছিল। তারা এখনও দলে বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে। তবে দিরাই-শাল্লার আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে থাকব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, আবদুল আজিজ বদর, পৌর মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ। 

২০১৭ সালে সুরঞ্জিত সেন গুপ্ত মারা যাওয়ায় শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন সুরঞ্জিতের স্ত্রী ড. জয়া। ২০১৮ সালের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে তিনি নৌকা প্রতীক পেয়ে এমপি হন। কিন্তু গত দু’বছরের বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। তাঁর অসুস্থতায় এলাকায় প্রচার ছিল– তিনি আর নির্বাচন করবেন না। এতে অনেক আগ্রহী নেতা আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এলাকায় নানাভাবে প্রচার শুরু করেছেন। তাঁদের অন্যতম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান চৌধুরী, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তানভীর তুলি, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন ও যুক্তরাজ্য প্রবাসী শামছুল হক চৌধুরী।