- রাজধানী
- সড়ক বিভাজকে আর বড় গাছের প্রচলন করছি না: মেয়র তাপস
সড়ক বিভাজকে আর বড় গাছের প্রচলন করছি না: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি
ধানমন্ডিতে সড়ক বিভাজকের গাছ কাটা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমারা নাকি সাত মসজিদ সড়কে ৫৩৬টি গাছ কেটেছি। এটা পুরোটাই ভুল, মিথ্যা। অল্প কয়টি গাছ কাটা হয়েছে। আর মনে হয় ৩০টি গাছ বাকি আছে। সড়ক বিভাজকের মাঝে বড় গাছের প্রচলন আমরা আর করছি না। আমরা ছোট গাছ এবং ফুল গাছের প্রচলন রাখছি। উন্নত দেশে সড়ক বিভাজকের মাঝে কেউ বড় গাছ দেয় না। এটা ঝুঁকিপূর্ণ, অনেক গাছ পড়ে প্রাণহানি ঘটেছে। এটিও মাথায় রাখতে হবে। একটি গাছ নষ্ট কিংবা অপসারিত হলে তিনটি গাছ লাগানো হবে।’
মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।
রাজধানীর ধানমণ্ডিতে সাত মসজিদ সড়কে সড়ক বিভাজক নতুন করে তৈরির জন্য পুরনো গাছগুলো কাটা হচ্ছে। পরিবেশবিদ বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন এই গাছ কাটার বিরোধিতা করছে। গত ১৫ দিন ধরে তারা নানা কর্মসূচিও পালন করছে। এর আগে গত ১০ মে গাছ কাটা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন মেয়র তাপস।
মঙ্গলবার আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কথার পিঠে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি দায়িত্বশীল পদে থেকে এসব বলতে পারি না। উনারা ঢালাওভাবে অনেক কিছু বলতে পারেন। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণও করতে পারেন। কিন্তু আমি তো মেয়র পদে থেকে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারি না। এটা শোভনীয় না।’
মেয়র তাপস বলেন, ‘আমাদের যান চলাচল পরামর্শক ও নগর পরিকল্পনা বিভাগের পরিক্ষিত নিয়মের আওতায় আমরা কাজ বাস্তবায়ন করছি। যার সুফল এরই মাঝে ধানমন্ডির মানুষ পাচ্ছেন। এখন সেখানে যান চলাচল অত্যন্ত গতিশীল। প্রতিটি মোড়ে মোড়ে চৌরস্তা ছিল। ফলে বাস যাওয়ার জায়গা ছিল না। আমরা এখন সেই সড়ক বিভাজক সংস্কারের কাজ করছি। ফলে কিছু দুর্বল গাছ কাটা পড়েছে। শেকড় দুর্বল হওয়ায় বেশির গাছ পড়ে গেছে। আমি দুঃখিত, গাছ পড়ে গেছে বা কিছু গাছ কাটতে হয়েছে। এটা ছাড়া করা যেত না বলে করা হয়েছে। এর পরিবর্তে আমরা ব্যাপক হারে গাছ রোপন করছি।’
মন্তব্য করুন