- রাজধানী
- মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু
মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিলু মণ্ডল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিলু কুলবাড়িয়া গ্রামের কুরবার আলী মণ্ডলের ছেলে।
নিহতের ভাই মমিন মণ্ডল জানান, শিলু মণ্ডল বৈদ্যুতিক মোটর দিয়ে ধানের হাউজে পানি দিচ্ছিলেন। হঠাৎ করে মোটরে সমস্যা দেখা দেয়। কী সমস্যা হয়েছে তা বুঝতে তার মা মোটরটি হাত বুঝার চেষ্টা করেন। তখন মাকে সরিয়ে নিজেই মোটরে হাত দেন শিলু মণ্ডল। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক লাবণ্য মজুমদার জানান, বিদ্যুতায়িত হয়ে শিলু মণ্ডলের শরীর রক্তশূন্য হয়ে পড়ে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ড থানার ওসি আবু আজিফ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা করেছে।
মন্তব্য করুন