- রাজধানী
- কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে, আবার নিরাপত্তা কেড়ে নিচ্ছে: আমির খসরু
কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে, আবার নিরাপত্তা কেড়ে নিচ্ছে: আমির খসরু

সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সমকাল
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনগণের সমর্থন আগেই হারিয়েছে। এখন কূটনীতিকদের সমর্থন হারিয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর তারই অংশ। এ জন্য কখনও কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে, আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে।
শনিবার বিকেলে ঝিনাইদহে গায়েবি মামলা, পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতি ও ১০ দফা দাবিতে বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবেশে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার আবারও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকার আজ জনবিচ্ছিন্ন, জনগণ তাদের সঙ্গে নেই। জনগণকে সঙ্গে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। বিএনপির আন্দোলনে সরকার ভয় পেয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, হয়রানি করছে। বিএনপি প্রায় ৪০ হাজার নেতাকর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করেছে। এই পরিবারগুলো জেগে উঠেছে। তারা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারকে টিকিয়ে রাখতে মানুষকে এভাবে হয়রানি করবেন না। পুলিশের যেসব অফিসার সরকারের কথায় মানুষকে হয়রানি করছেন, তারা সাবধান হয়ে যান। আগামীতে কর্মের হিসাব দিতে হবে। জনগণ তাদের হিসাব বুঝে নেবে। তাই সাবধান হন, হয়রানি বন্ধ করুন।
মন্তব্য করুন