- রাজধানী
- সাহিত্যিক শরীফ খান আইসিইউতে
সাহিত্যিক শরীফ খান আইসিইউতে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি। প্রখ্যাত এই সাহিত্যিকের অবস্থা সংকটাপন্ন।
লেখকের ছেলে ইমরান খান শনিবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শরীফ খানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শরীফ খানের বইয়ের সংখ্যা ৭৭। এর ভেতর শিশুসাহিত্যের বই ১৮টি। তিনি উপন্যাস লিখেছেন ৯টি। জীবজগৎ ও প্রকৃতি বিষয়ে দেশের অগ্রগণ্য এই লেখক ২০১৩ সালে জাতীয় পরিবেশ পদক পান।
শরীফ খানের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। তিনি পরিবার নিয়ে ঢাকার মুগদা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
মন্তব্য করুন