- রাজধানী
- গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিদেশিরা পাওয়ার খবর সঠিক নয়: বিমানের এমডি
শাহজালালের থার্ড টার্মিনাল
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিদেশিরা পাওয়ার খবর সঠিক নয়: বিমানের এমডি

রোববার বিমানের প্রধান অফিস বলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে (তৃতীয় টার্মিনাল) গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিদেশিরা পাচ্ছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম। তিনি বলেন, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বিমানের রয়েছে। এ ক্ষেত্রে বিমানের দক্ষ জনবল রয়েছে।
রোববার বিমানের প্রধান অফিস বলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শফিউল আজিম বলেন, বিমানবন্দরে সব এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং করছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান শুরু থেকেই সুনামের সঙ্গে এ কাজ করে আসছে।
তিনি আরও বলেন, বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান। তারপরও কোনো কোনো সময় দেশের বৃহত্তর স্বার্থে লাভের বিষয়টি ভাবা যায় না। যেমন- কোভিড-১৯ মহামারিকালে টাকা ছাড়া টিকা বহন করেছে বিমান। সংঘাতকবলিত সুদানে আটকা পড়া বাংলাদেশিদের জেদ্দা থেকে বহন করে এনেছে। বিমানের ওই টিকিটের টাকা এখনো পাওনা আছে।
প্রসঙ্গত, বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণকাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বে–তে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালামাল ওঠানো-নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা, চেকইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। দেশের সবগুলো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করছে। এটি বিমানের আয়ের একটি বড় খাত। তবে শতভাগ সরকারি মালিকানাধীন সংস্থা বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন