- রাজধানী
- শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির
শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া গভীর ষড়যন্ত্রের অংশ। এটি অগ্নিসন্ত্রাসের নতুন সংস্করণ। এই ধরনের হুমকি ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, প্রক্টর মাকসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হলের প্রাধ্যক্ষবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটির নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না। এটি ক্ষমার অযোগ্য বিষয়। একজন নিম্ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়। এটি মূলত এক ধরনের গভীর ষড়যন্ত্রের অংশ। এর আগে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার নীল নকশা হয়েছিল। এখন তারা কৌশল পরিবর্তন করেছে। ২০২৩ সালে এসে অগ্নিসন্ত্রাসের একটি নতুন ভার্সন (সংস্করণ) হলো হত্যার হুমকি দেওয়া।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। এর প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয় দলটি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে সোমবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ডা. একেএম মোশাররফ হোসেন, স্বাচিপের সভাপতি ড. জামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক এম ইকবাল আরসালান, বিএমএ সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শহিদুল আলম বক্তব্য রাখেন।
সমাবেশে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট তারা ৭৫’র মত একটি হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছে কিন্তু পারেনি৷ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মধ্যে তাদের সেই ইচ্ছার প্রতিফলন হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে।
স্বাচিপের সভাপতি ড. জামাল উদ্দিন চৌধুরী বলেন, জামাত বিএনপি সরকার ২১ বার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি। তাদের নেতারা যেমন ভাষা ব্যবহার করেন তা রাজনীতির ভাষা হতে পারে না। তারা এখন একটি জন-বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।
এর আগে রোববার রাতে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিএনপির এই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
শেখ ইনান বলেন, শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপসহীন। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির এই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করে, তাহলে ভোরের আলো ফোটার পর বাংলাদেশ ছাত্রলীগের কাফেলা তার বাড়ির দিকে রওনা করবে। সেই দায়ভার কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। বাংলাদেশ ছাত্রলীগ ভালো করেই জানে কীভাবে এ ধরনের খুনিদের শায়েস্তা করতে হয়। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ অংশ নেন।
মন্তব্য করুন