- রাজধানী
- ভবিষ্যতেও মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ভবিষ্যতেও মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: সমকাল
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সাইড লাইনে দুদেশের স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি, গ্লোবাল কোভ্যাক্স ব্যবস্থার আওতায় বাংলাদেশকে টিকা দেওয়া, টিকা পরিবহন, সংরক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মন্ত্রী।
যুক্তরাষ্ট্রের হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি হ্যাভিয়ার বে’চারা করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে করোনার মতো মহামারি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও, স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা এবং মহামারি অতি দ্রুততার সঙ্গে মোকাবিলায় জেনেটিক ইনফরমেশন শেয়ারিং, টিকা ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবন করে তা সারা বিশ্বে ব্যবহারের সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় এ ধরনের আন্তর্জাতিক চুক্তি-সমঝোতা ফলপ্রসূ হতে পারে বলে একমত পোষণ করেন দুদেশের স্বাস্থ্যমন্ত্রী।
মন্তব্য করুন