পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ১৮ জন আহত হয়েছেন। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে একটি বাস তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে মাঝিপাড়া এলাকার ডাহুক ব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৮ যাত্রী আহত হন। আহতদের হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে সাতজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে অপু (২৫) ও আব্দুল হক (৪৫) নামের দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক ফরহাদ আলম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।