- রাজধানী
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন
-samakal-646d04eb73a92.jpg)
ছবি: সমকাল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিচার দাবি করেছে বঙ্গবন্ধু পরিষদ।
এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘হুমকি দাতার নাম নিতেও আমার ঘৃণা হয়। হত্যার রাজনীতি বিএনপি শুরু করেছিল। এটি তাদের সেই কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। আমরা যেভাবে ৭১ সালে তাদের প্রতিহত করেছিলাম। এখনও আমরা সেই নব্য রাজাকারদের প্রতিহত করব। অগ্নিসন্ত্রাসেরই একটি নতুন সংস্করণ হলো এ ধরনের হত্যার হুমকি।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক আ ব ম ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মো. শফিকুর রহমানসহ অজিত কুমার সরকার, ডা. শেখ আবদুল্লাহ আল মামুন ও মতিউর রহমান লাল্টু প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেলের নেতৃত্বে এম মনসুর আলী, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, বিনয় ভূষণ তালুকদার, এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, আফসা আহমেদ সানু, প্রকৌশলী মো. জুয়েল, মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, মো. হাসানুজ্জামান খান, নীতিশ সরকার, শাহনাজ পারভীন এলিস, পারভিন আক্তার নিলা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন