- রাজধানী
- টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ৩৮ লাখ ডলার আর্থিক পুরস্কার ভাগ করে দেওয়া হচ্ছে ৯ দলের মধ্যে। আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ভারত।
চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটির বেশি। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটির বেশি।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স বাংলাদেশের। ১২ ম্যাচে কেবল একটি জয়ে টাইগাররা আছেন টেবিলের তলানিতে। তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেবিলের তিনে থাকায় দক্ষিণ আফ্রিকা ৪ লাখ ৫০ হাজার ডলার (৪ কোটি ৮২ লাখ টাকা) ও চারে থাকা ইংল্যান্ড পাচ্ছে ৩ লাখ ৫০ হাজার ডলার (৩ কোটি ৭৫ লাখ টাকা)। পঞ্চম স্থানের শ্রীলঙ্কা পাচ্ছে দুই লাখ ডলার।
বাংলাদেশের চেয়ে উপরে থেকে আসর শেষ করলেও সমান এক লাখ ডলার পাচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৭ লাখ টাকার একটু বেশি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও একই পরিমাণ প্রাইজ মানি ছিল। সেবার ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে ১.৬ মিলিয়ন ডলার জিতে নিয়েছিল নিউজিল্যান্ড।
মন্তব্য করুন