নারায়ণগঞ্জে মোহাম্মদ রানা হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী সুমাইয়া আক্তার রোজি ওরফে রোজিনাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের পাঁচ মাস পর বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান। 

গ্রেপ্তার সুমাইয়া আক্তার রোজি বরিশালের উজিরপুর উপজেলার শিখারপুর গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে।

র‌্যাব জানায়, গত বছরের ৮ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে মোহাম্মদ রানা নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আহম্মদ আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর রোজিনা আত্মগোপনে চলে যান। তিনি বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিচয়ে কাজ করতে থাকেন। গোয়েন্দাদের ছায়া তদন্ত শেষে বৃহস্পতিবার রোজিনাকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।