- রাজধানী
- চুনারুঘাটে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার
চুনারুঘাটে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
চুনারুঘাট উপজেলার রানীগাঁও ও রঘুনন্দন চা বাগান এলাকা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রানীগাঁও ইউনিয়নের পূর্ব পীরেরগাঁও এলাকা থেকে রুমা আক্তার নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সূত্র জানায়, পূর্ব পীরেরগাঁওয়ের দুলাল মিয়ার বড় মেয়ে রুমা তাঁর বাবার বাড়িতে শোবার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পরিবারের সদস্যদের চোখে পড়লে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, রুমা আক্তারের মানসিক সমস্যার কারণে চিকিৎসা চলছিল। ওসি রাশেদুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই, তবে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে একই দিন রঘুনন্দন চা বাগান এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজের ঘর থেকে বিজয় রাজঘর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, তিনি মাদকাসক্ত ছিলেন। পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন তিনি। থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
মন্তব্য করুন