- রাজধানী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড তৈরি, প্রতিবছর পাস করা গ্র্যাজুয়েটদের বিভাগভিত্তিক ডাটাবেজ তৈরি এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী যুগোপযোগী শিক্ষায় গুরুত্ব আরোপ করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ, বর্তমান সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক শেখ সালাহ্উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এই সংগঠন সুনামের সঙ্গে কাজ করে চলছে। শিক্ষার্থীদের নানারকম সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও এগিয়ে নিতে ‘মৌলিক গবেষণা ফান্ড’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও মর্যাদা বাড়াতে ভূমিকা রাখবে।
এ.কে. আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিবছর পাস করে বের হয় তাদের কতজন চাকরি পেল, বিদেশে গেল, কতজন বেকার, বিভাগভিত্তিক প্রত্যেকের একটি ডাটাবেজ থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগ একশত বছর আগে দরকার ছিল। আজকের প্রেক্ষাপটে এগুলো দরকার আছে কিনা এ বিষয়ে গবেষণা করা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে বিসিএসসহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথায় কত শতাংশ যায়, কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে এ বিষয়ে একটি ডাটাবেজ তৈরি করতে হবে। পাশাপাশি বোর্ড অব ইন্ডাস্ট্রিজ থেকে লিস্ট নিতে হবে আমাদের দেশে কতজন বিদেশি চাকরি করে। তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের এক্সপার্টিজগুলো কী এটি বিশ্লেষণ করে দশ বছরের পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ে নেব। এই সময়ে আমরা সেই চাহিদা পূরণ করে বিদেশিদের সংখ্যা অর্ধেকে নিয়ে আসব।
আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ২৪ ঘণ্টা মানসিক সেবা, কাউন্সেলিংসহ কর্মশালা সেমিনার করছি। এই সময়ে অ্যালামনাইয়ের জন্য বিভিন্ন হাসপাতালে ছাড়, ডিজিটাল প্লাটফর্ম তৈরিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়কে দু’টি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে গত এক বছরে দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব এবং অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। এছাড়া বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, ২০২২-২০২৩ সালের প্রতিবেদন ও গত বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং এর উপর আলোচনা হয়।
মন্তব্য করুন