- রাজধানী
- আদাবরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
আদাবরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি
রাজধানীর আদাবরে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খাতুন জানান, রোববার বেলা ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের একটি বাড়ির বেইজমেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৭টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন