- রাজধানী
- জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু শিল্পকলায়
জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু শিল্পকলায়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে রোববার জাতীয় চারুকলা প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ - সমকাল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। গতকাল রোববার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এবারের আসরে ২৬১ শিল্পীর ৩০১টি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বরেণ্য শিল্পী হাশেম খান ও মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
শিল্পকলা একাডেমির বহুমুখী কার্যক্রমের প্রশংসা করে কে এম খালিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে এই সংস্কৃতি ও চিত্রশিল্পীরাই রুখে দাঁড়াবেন।
লিয়াকত আলী লাকী বলেন, শিল্পের ক্ষেত্রে নীরবে একটি রেনেসাঁ ঘটে যাচ্ছে, সেটা হয়তো অনেকেই টের পান না।
বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ফিতা কেটে প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী। এরপর উপস্থিত অতিথিবৃন্দ গ্যালারি পরিদর্শন করেন। একাডেমির জাতীয় চিত্রশালার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে প্রতিদিন বেলা ১১টা থেকে
রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
চারুকলা প্রদর্শনী–২০২৩ নীতিমালা অনুযায়ী, ২১ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের ১ হাজার ১৩৮ জন শিল্পীর ২ হাজার ৯১৪টি শিল্পকর্মের আবেদন জমা পড়ে। গত ২, ৩ ও ৪ এপ্রিল পর্যালোচনা শেষে নির্বাচকমণ্ডলী বিভিন্ন বিভাগ থেকে ২৬১ শিল্পীর ৩০১টি শিল্পকর্ম নির্বাচন করেন।
মন্তব্য করুন