নড়াইলের লোহাগড়ায় বকুল শেখ (৪২) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে উপজেলার কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বকুল শেখ কুমড়ি পূর্বপাড়ার মৃত বদির শেখের ছেলে ও দিঘলিয়া ইউনিয়নের ৭নং ওয়াডের গ্রাম পুলিশ হিসাবে কমরত ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় , বকুল রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমড়ি পূর্বপাড়া রাজ্জাকের চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে গোলাপের মাছের ঘেরের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ছ্যানদা, রামদা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রমজান ও রাকিব বলেন, ‘কুমড়ি গ্রামের আজমল ও আয়নালের সঙ্গে আমাদের ঘেরের জমি নিয়ে শত্রুতা ছিল। এ ছাড়া ওরা দুইজন ডাকাতি করতো। পুলিশ ওদের গ্রেপ্তার করলে গ্রাম পুলিশ হিসেবে বাবার দোষ দিতো। এসব কারণে আজমল, আয়নাল, হোসেন শেখ, রুবেল, মাহমুদ, ইয়ামিনসহ ১৫/১৬ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বাবা মৃত্যুর সময় তাদের নাম বলে গেছেন।’

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত জানান, হাসপাতালে আনার আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।