নরসিংদীর রায়পুরায় পাগলা মহিষের আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

সোমবার সকালে কৃষক দম্পতি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই কৃষক গোলাপ মিয়ার মৃত্যু হয়। এদিকে, শিরিয়া বেগম স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

নিহত গোলাপ মিয়া ওই এলাকার মৃত চিতাব আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় তারা কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ মহিষটি এসে গোলাপ মিয়ার পেটে আঘাত করে। এতে তার পেটে জখম হয়ে ভুড়ি বের হয়ে যায়। এর আগে শিরিয়া বেগমের শরীরের বিভিন্ন অংশে মহিষটি আঘাত করলে তিনিও গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় চেয়ারম্যান হাবীব উল্লাহ হাবীব বলেন, পন্ডিত মিয়া নামের এক কসাই মহিষটি কিনে এনেছিলেন। সোমবার সকালে ঘাস খাওয়াতে মহিষটিকে মাঠে নিয়ে গেলে হঠাৎ দৌড়াতে শুরু করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে গিয়ে গোলাপ মিয়া দম্পতিকে শিং দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন মহিষটিকে আটকে ফেলে।