- রাজধানী
- ট্রাকচাপায় ঝরল স্কুলছাত্রের প্রাণ
ট্রাকচাপায় ঝরল স্কুলছাত্রের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ইকরামুল হাসেম রামিম নামে ৯ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরামুল হাসেম রামিম একই উপজেলার দক্ষিণ নুনাছড়ি গ্রামের মো.ইব্রাহিমের ছেলে। সে স্থানীয় হারবাং কুসুম কলি কেজি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র এসব তথ্য নিশ্চিত করে জানান,সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে নিহত স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন