- রাজধানী
- ‘মুখ ও মুখোশ’ এর পিয়ারী বেগম মারা গেছেন
‘মুখ ও মুখোশ’ এর পিয়ারী বেগম মারা গেছেন

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। মঙ্গলবার দুপুর ২টায় উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
খবরটি নিশ্চিত করেন তার ছেলে রবিউল আমিন। বিকেলে তিনি জানান, আম্মা অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিয়ারী বেগমের জানাজা ও দাফন নিয়ে ছেলে বলেন, এশার নামাজের পর হবে মায়ের জানাজা। দাফন হবে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরের স্থানে। সেখানে স্বামীর কবরের পাশে সমাহিত হবেন তিনি।
বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। প্রায় ৬৭ বছর আগে আবদুল জব্বার খান পরিচালিত সেই সিনেমায় আমিনুল হকের বিপরীতে অভিনয় করেন পিয়ারী বেগম।
মন্তব্য করুন