- রাজধানী
- আবুধাবিতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু
আবুধাবিতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু
-samakal-6476442aa98ad.jpg)
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তাঁদের মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম।
সোমবার আবুধাবির স্থানীয় সময় রাত ৩টার দিকে দেশটির শারজাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ফার্নিচার দোকান ব্যবসায়ী ও সেনবাগের পলতি গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে মো. ইউছুফ, মতৈন গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল ও পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে তারেক হোসেন।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড় ভাই ডা. মো. রসুল মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউছুফ, দোকান কর্মচারী রাসেল ও বেড়াতে আসা তারেক ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। কিন্তু তাঁদের ঘুম ভাঙার আগেই পুড়ে যায় পুরো দোকান। এ সময় ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়ে মারা যান।
মন্তব্য করুন