‘এসি (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহারের মাধ্যমে আমরা হয়তো সাময়িকভাবে আরামে থাকছি, কিন্তু তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সামগ্রিকভাবে পরিবেশ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. দিলারা জাহিদ এ কথা বলেন। আগামী ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্যোগ অনুধাবন ও চন্দ্রকলি। 

ড. দিলারা জাহিদ বলেন, ‘পরিবেশ দিবস হোক পরিবেশবান্ধব– এটি যদি আমরা অনুধাবন করতে পারি এবং সত্যিকার অর্থে বিষয়টি মাথায় রেখে ব্যক্তি ও সামষ্টিক জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে বড় ধরনের ইতিবাচক প্রভাব তৈরি হতে পারে। শুধু পরিবেশ দিবস নয়, সব আয়োজনই পরিবেশবান্ধব করার চেষ্টা করতে হবে।’

মূল বিষয়বস্তু উপস্থাপনকালে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘আমাদের অসচেতনতা ও তথাকথিত উন্নয়নের থাবায় সবুজ পরিবেশ বিনষ্ট হচ্ছে।’

দুর্যোগ যোগাযোগ ইউনিটের সমন্বয়ক মাসুমা মরিয়মের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ এবং দুর্যোগ অনুধাবনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ কবির হোসেন।