বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার আইজ্যাকসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার জানিয়েছে, গ্রন্থটির শিরোনাম রাখা হয়েছে– ‘ইলন মাস্ক’। আগামী ১২ সেপ্টেম্বর গ্রন্থটি প্রকাশিত হবে।
আইজ্যাকসনের ‘ইলন মাস্ক’ সম্পর্কে প্রকাশনা সংস্থাটির বর্ণনায় বলা হয়েছে, ‘অর্জন ও অস্থিরতার আশ্চর্যজনক সব অন্তর্নিহিত গল্প, যা এই প্রশ্ন ঊর্ধ্বে তুলে ধরে– যে দানবীয় শক্তিতে মাস্ক চালিত হচ্ছেন, তা কি উদ্ভাবন এবং অগ্রগতির পথে চলছে?’
স্পেসএক্স ও টেসলার সিইও মাস্ক গত বছর টুইটার কেনার আগে থেকেই এক পরিচিত নাম হয়ে উঠেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সিইও হিসেবে তাঁর কর্মকাণ্ড নাটকীয়তায় ভরা ছিল। তিনি কোম্পানির বেশিরভাগ কর্মী ছাঁটাই এবং এর ‘ব্লু চেক’ যাচাইকরণ ব্যবস্থা সংশোধন করার জন্য সমালোচিত হন।
এর আগে ২০২১ সালে মাস্ক ঘোষণা করেছিলেন– আইজ্যাকসন তাঁর জীবনী লিখছেন। আইজ্যাকসন পরে এর সত্যতা নিশ্চিত করেন। আইজ্যাকসন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত জীবনীকারদের একজন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, স্টিভ জবস, লিওনার্দো দা ভিঞ্চিসহ তাঁর লেখা বেশ কয়েকটি বই বেস্ট সেলার তালিকায় ছিল।
সাইমন অ্যান্ড শুস্টার জানিয়েছে, আইজ্যাকসনের লেখা মাস্কের জীবনীটি হলো, ‘আমাদের যুগের সবচেয়ে আকর্ষণীয় ও বিতর্কিত উদ্ভাবকের আশ্চর্যজনক অন্তরঙ্গ গল্প– একজন স্বপ্নবাজ, যিনি নিয়ম ভেঙে বিশ্বকে বৈদ্যুতিক যান, ব্যক্তিগত মহাকাশ অনুসন্ধান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিয়ে যেতে সাহায্য করেছেন। ওহ, সেই সঙ্গে দখল করে নিলেন টুইটার।’ u

বিষয় : ইলন মাস্কের জীবনী লিখছেন আইজ্যাকসন

মন্তব্য করুন