উত্তরা ফাইন্যান্সের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি এসএম শামসুল আরেফীনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের তদন্ত কর্মকর্তা উপপরিচালক আহসানুল কবীর পলাশ তাঁদের গ্রেপ্তার করেন।

প্রতারণা ও জালিয়াতি করে আর্থিক প্রতিষ্ঠানটির ৪১ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৬ এপ্রিল গ্রেপ্তার দুই আসামিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তার অপর আসামি হলেন– নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি শংকর কুমার সাহা। পলাতক আসামি হলেন– ঢাকার ধানমন্ডির শম্পা রানী সাহা।

দুদক জানায়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে উত্তরা ফাইন্যান্স থেকে ঋণের নামে মোট ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ঋণ গ্রহণের সময় কোনো ধরনের রেকর্ডপত্র জমা দেওয়া হয়নি। এরপরও তাঁদের নামে ঋণ মঞ্জুর করা হয়। তাঁরা ওই টাকা নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।