- রাজধানী
- চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে গলা কেটে হত্যার হুমকি
চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে গলা কেটে হত্যার হুমকি

জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকালে দুটি অনলাইন নম্বর থেকে ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বরে কল আসে। ফোন ধরলে ওই নম্বর থেকে এক ব্যক্তি তাঁকে অশ্রাব্য গালাগাল করে। এক পর্যায়ে তাঁকে গলা কেটে হত্যা করার হুমকি দেয় সেই ব্যক্তি।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কে বা কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করতে সব প্রচেষ্টা অব্যাহত আছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, গতকাল সকাল পৌনে ৯টার দিকে তাঁর মোবাইল নম্বরে প্রথম কলটি (৫৭২৫৮২৪৭৮) আসে। কল ধরলে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এর পর বলে, ‘বেশি কথা বলবি একদম জবাই করে দিব। তুই কই থাকস? তোরে যেখানে পাব সেখানে গুলি করে দিব।’ এর পর সকাল ৮টা ৪৮ মিনিটে আরেকটি নম্বর (+৮৮০১৯৪২২০৬০৩১) থেকে দ্বিতীয়বার ফোন করে একই ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, আমার নেতৃত্বে গত ২৯ মে চকবাজার এলাকায় চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রাবাস সংলগ্ন ইসলামী সমাজকল্যাণ পরিষদের ভবনে অভিযান পরিচালনা করাতে এই হুমকি দেওয়া হয়েছে। কেননা, ওই ভবনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রসিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করা হয়।
প্রতীক দত্ত বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। চট্টগ্রাম ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে থানায় জিডি করবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন