মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কাটায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুই উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে তিনটি অফিস আদেশ জারি করে ডিএনসিসি।

এতে বিনা অনুমতিতে গাছ কেটে কাজের শর্ত ভঙ্গ করায় মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে এক বছরের জন্য ডিএনসিসির সব ধরনের দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে প্রদত্ত ওই কাজের কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া দায়িত্বে অবহেলা এবং কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপসহকারী প্রকৌশলী সুজা উদ্দিন মামুন ও উপসহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।