গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধারাবাশাইল ও হরিণাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আঁখি রায় ধারাবাশাইল গ্রামের ভবেন রায়ের মেয়ে। আর আহমুদুল্লাহ হরিণাহাটি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে। 

দুপুরে আঁখি রায় বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে আহমুদুল্লাহ খেলার এক ফাঁকে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, পুকুরে ডুবে আঁখির মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে আহমুদুল্লার খবর এখনও পাইনি।