- রাজধানী
- মাদক মামলার আসামি ধরতে বাধা, ইউপি সদস্য গ্রেপ্তার
মাদক মামলার আসামি ধরতে বাধা, ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার নারী ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার। ছবি: সমকাল
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক মামলার আসামি ধরতে বাধা দেওয়ায় নারী ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ময়না রানী উপজেলার ধামোর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (২৭) ও একই এলাকার বাসিন্দা হৃদয় সরকার (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার আমির হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে হোরোইনসহ মাদক দ্রব্য রয়েছে। মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায় আটোয়ারী থানা-পুলিশ। এ সময় আমির হোসেনের নির্মাণাধীন বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন, ৯০টি ব্রুপ্রিনর্ফিন ইনজেকশন, ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ আমির হোসেনকে ধরতে গেলে স্থানীয়রা বাধা দেন। ততক্ষণে আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় বৃহস্পতিবার আমির হোসেনসহ ১৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। ওই দিন রাতে আমির হোসেনকে ধরতে গেলে আবারও বাধা দেন স্থানীয়রা। এ সময় ইউপি সদস্য ময়না রানী তাকে ধরতে নিষেধ করেন এবং পুলিশের সঙ্গে তর্ক করেন। একপর্যায়ে পুলিশ ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামি আমির হোসেনকে ধরতে অভিযান চালানো হলে স্থানীয়রা বাধা দেন। পরে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি আমির হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন