দীর্ঘ ৬ বছর পর চাকরি ফিরে পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। উচ্চ আদালতের নির্দেশে গত ২৯মে বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে আসাদুজ্জামানকে ২০১৭ সালের ১৬ এপ্রিল থেকে  স্বপদে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে আসে। 

জানা যায়, ২০১৭ সালে নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে। এ নিয়ে ওই সময় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসাদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়। এরপর ২০১৭ সালের ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ২০১৮ সালে উচ্চ আদালতে রিট করেন তিনি। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি উচ্চ আদালত আসাদুজ্জামানকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। ফলে গত ২৯ মে অনুষ্ঠিত ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহাল করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ ছয় বছর পর চাকরি ফিরে পেয়েছেন তিনি।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছেন। হাইকোর্টের নির্দেশেই তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

শিক্ষক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি সসম্মানে চাকরিটা ফিরে পেয়েছি। হাইকোর্ট আমার প্রতি সুবিচার করছেন। আমি এরই মধ্যে যোগদান করেছি।

আরএডি