- রাজধানী
- ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। লেকের পাড়ে তার জুতা ও গায়ের শার্ট পাওয়া গেছে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি ৭নম্বর রোডের মাথায় বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ওই ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট মৃতের ফিঙ্গারপ্রিন্টসহ আলামত সংগ্রহ করেছে। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন